কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় চার কেজি গাঁজাসহ হেমায়েত হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ। এছাড়া শেখ ফরিদ (৫৬) নামে এক ব্যক্তিকে ৩১০ পিস ইয়াবাসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার বেলা ২ টার দিকে ভোলা সদরের কালুপুর ইলিশা চটার মাথা লঞ্চঘাট এলাকা ও রোববার রাতে দৌলতখানের জয়নগর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
হেমায়েত হোসেন পটুয়াখালী জেলার পটুয়াখালী থানার জৈনকাটি এলাকার তৈয়ব আলী মুন্সির ছেলে।শেখ ফরিদ জেলার দৌলতখানের জয়নগর গ্রামের মৃত আলী আহম্মেদের ছেলে। তারা দুজনই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ। হেমায়েতের নামে সদর থানায় আর ফরিদের নামে দৌলতখান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
তদন্ত কেন্দ্রটির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হেমায়েত হোসেনকে আটক করা হয়। একইভাবে অভিযান চালানোর কথা জানিয়ে জেলা গোয়েন্দা পুলিশের ওসি শেখ মাহাবুবুর রহমান জানান, শেখ ফরিদকে তার বাড়ির উঠান থেকে আটক করা হয়।
এমকে