পুঁজিবাজার ধুঁকছে আস্থা সঙ্কটে

০৯ নভেম্বর ২০২১

লেনদেন ও সূচকে পতনের পথেই চলছে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই (ঢাকা স্টক একচেঞ্জ)। কমছে বাজার মূলধন। অনেক দিনই হচ্ছে এমন পরিস্থিতি। এতে বিনিয়োগকারীদের আস্থা সঙ্কটে পড়েছে বাজারটি, ভেস্তে যাচ্ছে বিনিয়োগকারীদের নতুন পরিকল্পনা। পরিস্থিতির উত্তরণ না ঘটলে ভবিষ্যতে নিজেদের অবস্থা আরো খারাপ হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা।

এদিকে বিদ্যমান এমন পরিস্থিতির জন্য ঘুরে ফিরে বিনিয়োগকারীদেরই দুষছেন করছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। তবে অনেকে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দায়ী করছেন। প্রথম অংশটির অভিমত, ভয় পাওয়ায় পেনিক সেল করছেন  বিনিয়োগকারীরা, চাপ বেড়েছে শেয়ার বিক্রিতে। এর প্রভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বাজারটি, নাজুক পরিস্থিতি তৈরি হচ্ছে। আস্থা বাড়লে পুঁজিবাজার আবার ঘুরে দাঁড়াবে বলেই মনে করছেন তারা। দ্বিতীয় অংশটি মনে করেছেন, বর্তমানে বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতি কম। এ কারণে ঘুরে দাঁড়াতে পারছে না এ বাজার।

সর্বশেষ সোমবারও সূচকের পতন দেখেন বিনিয়োগকারীরা। এদিন প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ২৩ পয়েন্ট কমেছে। বাজার মূলধন কমেছে  চার হাজার ২২ কোটি ৫৮ লাখ টাকা। দিন শেষে মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৪৫ হাজার ৪০৬ কোটি টাকায়। তথ্যানুযায়ী, গত এক মাসে বাজার মূলধন কমেছে ৩৩ হাজার কোটি টাকা। প্রধান সূচক কমেছে ৪৮৭ পয়েন্ট।

পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, বাজারে লাগাতার পতন হওয়ার মতো এমন কোনো পরিস্থিতি হয়নি। সূচকের হ্রাস-বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক। এটা মেনে নিয়েই ব্যবসা করতে হয়। কিন্তু সমস্যা হলো- সহজে আস্থা হারায় এ দেশের বিনিয়োগকারীরা, এ কারণেই বেড়ে যায় পেনিক সেল। তাই পতন নেমে আসে।  তবে পতন নেমে এলে ভীত হয়ে শেয়ার ছেড়ে দেয়া বিচেক্ষণতার  কাজ নয়। বরং এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করলে বাজার আবার ঘুরে দাঁড়াবে।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর