কমেছে লেনদেন

০৯ নভেম্বর ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনে শেষে সোমবার লেনদেন কমেছে ৭০ কোটি ৪২ লাখ টাকা। পয়েন্ট কমেছে তিন সূচকের সবগুলোরই। বাজার মূলধন কমেছে চার হাজার ২২ কোটি ৫৮ লাখ টাকা। আর পতন হয়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। শেয়ার লেনদেনে অংশ নেয়া  ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৫৫টির। অন্যদিকে কমেছে ২৯৫টির আর  অপরিবর্তিত থাকে  বাকি ২৬টির।

লেনদেন হয় এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৪৫ কোটি ৫৫ লাখ টাকা। সোমবার ডিএসইএক্স সূচক ৫৬ দশমিক ২৩ পয়েন্ট কমে ছয় হাজার ৭৯৯ দশমিক ৬৪ পয়েন্টে, ডিএসইএস সূচক ছয় দশমিক ৮৯ পয়েন্ট কমে এক হাজার ৪৩৭ দশমিক ৪৩ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে দুই হাজার ৫৮৩ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৪৫ হাজার ৪০৬ কোটি টাকায়।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের ধারা দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড  তালিকার শীর্ষে ওঠে আসে । ৯২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়, দর বৃদ্ধি পায় ১০ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর