মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন মারা গেছেন। নমুনা পরীক্ষায় এ রোগ শনাক্ত হয়েছে ২০৬ জনের। করোনামুক্ত হয়েছেন ৩৫৬ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতর জানান, তাদের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭১ হাজার ৪৩৪ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯০৪ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৫ হাজার ৩৯০ জন। এক কোটি ৫ লাখ ৭ হাজার ৯৪২টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৯৫।
গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৮ শতাংশ নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগ্রহ হয়েছে ১৭ হাজার ৬৩০টি,অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ৫৩০টি। মৃতদের মধ্যে পুরুষ ২ জন এবং নারী ১ জন। বিভাগের মধ্যে ঢাকায় ১ জন এবং চট্টগ্রামে ২ জন আরে এদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন।
এমকে