মৃত্যু ১৬, শনাক্ত দেড় হাজারের বেশি

২২ ফেব্রুয়ারী ২০২২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৬ জন মারা গেছেন। পরীক্ষায় করোনা ধরা পড়েছে ১ হাজার ৫৯৫ জনের নমুনায়। ৬ দশমিক ৭৭ শতাংশ নমুনায় করোনা ছিল। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন। মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জনের। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯৯০ জন,সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন। এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা  হয়েছে। এর মধ্যে ১৪ দশমিক ৬১ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহিত হয়েছে ২৩ হাজার ৪২২টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৫৪৭টি। মারা যাওয়াদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৯ জন নারী। বিভাগের মধ্যে ঢাকায় ৮ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন আর খুলনা, সিলেট ও রংপুরে ১ জন করে আছেন। সরকারি হাসপাতালে ১৪ জন,  বেসরকারি হাসপাতালে ১জন এবং বাসায় ১ জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর