বগুড়ায় আ.লীগের ১৪ নেতা-কর্মীকে পদ থেকে অব্যাহতি

০৯ নভেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে বগুড়ার শিবগঞ্জ এবং শেরপুরে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১৪ নেতা-কর্মীকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের অব্যাহতি দেয়া হয়। এর মধ্যে শিবগঞ্জে ৯ জন এবং শেরপুরে ৫ জন রয়েছেন। সোমবার রাতে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

শিবগঞ্জে অব্যাহতিপ্রাপ্তরা হলেন- আটমূল ইউনিয়নের সভাপতি বেলাল হোসেন, ময়দানহাট্টার সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ ও যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাফর মন্ডল, পীরবের সাবেক সভাপতি মোজাম্মেল হক মন্ডল, দেউলীতে যুবলীগের সভাপতি আব্দুল হাই প্রধান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন টুটুল, সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, বিহারে যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতিন। এছাড়া এ তালিকায় আছে পীরব ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী আসিফ মাহমুদ মিলটন।

শেরপুর উপজেলার অব্যাহতিপ্রাপ্তরা হলেন- উপজেলা কৃষক লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রঞ্জু, খানপুর ইউনিয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বিশালপুরে সদস্য এসএম রাফিউল ইসলাম লাবু, কর্মী সাধন চন্দ্র এবং সাবেক নেতা ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন খান। প্রসঙ্গত, ১১ নভেম্বর শিবগঞ্জে ১১টি এবং শেরপুরের ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচনের ভোট হবে।

 

দীপক কুমার সরকার/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর