স্বামী-স্ত্রীর লড়াই!

০৯ নভেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন এক দম্পতি। স্বতন্ত্রী প্রার্থী হিসেবেই মনোনয়নপত্র দাখিল করেছেন তারা।  এ দম্পতি হলেন- ওই ইউনিয়নের বাসিন্দা ফরহাদ হোসেন ও তার স্ত্রী শামীমা আকতার। একই পদে স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় এলাকায় চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভোটমারী ইউনিয়নের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন,  আগামী ১১ নভেম্বর বোঝা যাবে- তারা দুজনেই থাকেন কী-না। ভোটার আনারুল হক বলেন, ফরহাদ হোসেন ভোটারদের কাছে ভোট চাইলেও তার স্ত্রীকে ভোট চাইতে দেখিনি। চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেন বলেন, এটা এক ধরনের নির্বাচনী কৌশল। তা না হলে ষড়যন্ত্র করে আমার মনোনয়ন বাতিল করে দেবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আশা করছি, ভোটাররা আমাকে নির্বাচিত করবেন। এর আগে পরপর দুইবার চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, এ দম্পতি ছাড়াও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আহাদুল হোসেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের  আলিফ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী শামিমুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ১১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২৮ নভেম্বর জেলার কালীগঞ্জ ও সদর উপজেলার ১৭ ইউনিয়নে নির্বাচনের ভোট হবে।

 

লাজু মিয়া/এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর