সিএনজিচালিত যানের ভাড়া বাড়ানো যাবে না

০৯ নভেম্বর ২০২১

কেবলমাত্র ডিজেলচালিত বাস ও মিনিবাসে যাত্রীভাড়া বাড়ানো হয়েছে।  সিএনজিচালিত কোনো যানেরই যাত্রীভাড়া বাড়ানো হয়নি। তাই যাত্রীভাড়া না বাড়াতে সিএনজিচালিত যানের মালিকদের বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। একই সঙ্গে  বিআরটিএ’র অফিস থেকে ভাড়ার চার্ট সংগ্রহ করে ভাড়া আদায়ের নির্দেশনা দেয়া হয়েছে তাদের। হুঁশিয়ারি দেয়া হয়েছে, কোথাও অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সোমবার দেয়া এ নির্দেশনাপত্রে সই করেছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

নির্দেশনাপত্রে জানানো হয়েছে, ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় কিলোমিটার প্রতি ডিজেলচালিত দূরপাল্লার বাসে ১.৮০ টাকা, মহানগরে ২.১৫ টাকা এবং মিনিবাসে ২.০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ৭ নভেম্বর বিআরটিএ এর সঙ্গে সমিতির নেতাদের বৈঠকে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে। অথচ অভিযোগ পাওয়া যাচ্ছে- কিছু জেলায় সিএনজিচালিত বাসের ভাড়া বেশি নেয়া হচ্ছে। এটা নিয়ম পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর