সরকারে থাকাকালে বিএনপি ৫ বছরে ৮ বার জ্বালানির দাম বাড়ায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুর কাদের। তার ভাষ্যানুযায়ী, বিএনপি দাম বাড়ালেও কমাতে পারেনি। অথচ আওয়ামী লীগ ১৩ বছরে ৫ বার দাম বাড়ালেও ৫ বারই কমিয়েছে। এমনকি দায়িত্ব গ্রহণের ৭ দিনের মধ্যে ২০০৯ সালে জ্বালানির মূল্য হ্রাস করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি জ্বালানির মূল্য বৃদ্ধি নিয়ে বিএনপি নেতাদের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সচিবালয়ে তার দফতরে বিষয়টি জানান ওবায়দুল কাদের।
ওবায়দুর কাদের জানান, আন্তর্জাতিক বাজারে কম থাকলেও দেশে জ্বালানির দাম বাড়িয়েছিল বিএনপি। সেদিনের কথা তারা ভুলে গেলেও জনগণ ভোলেনি। তিনি জানান, বিএনপির নেতাদের বক্তব্য শুনলে মনে হয়- দেশ যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, কিংবা দুর্ভিক্ষ চলছে। আসলে তাদের বক্তব্য দায়িত্বহীন রাজনৈতিক দলের হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। অন্ধ বিষোদগার আর মিথ্যাচারের রাজনীতির কারণে বিএনপি আজ হতাশার সাগরে নিমজ্জিত। তাই খড়-কুটো ধরে বাঁচার নিষ্ফল চেষ্টা করছে তারা- যোগ করেন ওবাদয়দুল কাদের।
জ্বালানির মূল্য বৃদ্ধি প্রসঙ্গে ওবায়দুল কাদের আরো জানান, দুই-একটি গণমাধ্যম বিরূপ ও অপমানজনক সমালোচনা করছে, যা প্রত্যাশিত নয়। তাছাড়া যাত্রী কল্যাণ সমিতি নামের একটি ভুয়া সংগঠনও বিষয়টি না জেনে, না বুঝে— যা নয় তা সমালোচনা করছে। যাত্রী ভোগান্তি কমাতে অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের মূল্যবান পরামর্শ আমাদের কাছে অধিকতর গুরুত্বপূর্ণ বলে জানান ওবায়দুল কাদের।
এমকে