বেশি ভাড়া আদায় করলেই কঠোর ব্যবস্থা

০৯ নভেম্বর ২০২১

ডিজেলচালিত বাস ও মিনিবাসে পুনর্র্নিধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় করা যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, বেশি ভাড়া আদায় করলেই সংশ্লিষ্ট পরিবহন মালিক-শ্রমিকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার (৯ নভেম্বর) সচিবালয়ে তাঁর দফতরে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশব্যাপী  মোবাইল কোর্ট পরিচালনার জন্য মাঠ পর্যায়ে নির্দেশনা দেয়া হয়েছে। আজ (মঙ্গলবার) থেকে ঢাকা মহানগরীতে বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এ সময় এ বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, হাইওয়ে ও জেলা পুলিশসহ সংশ্লিষ্ট সবাইকে কার্যকর ভূমিকা পালনের আহবান জানান তিনি।

এমকে

 


মন্তব্য
জেলার খবর