সৌদি আরবে উট উৎসব

০৯ নভেম্বর ২০২১

বার্ষিক আন্তর্জাতিক সাংস্কৃতিক, অর্থনৈতিক, ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠান উট উৎসবের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব।

উপসাগরীয় বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া ও সৌদির উট মালিকরা এ উৎসবে অংশগ্রহণ করবেন।

বাদশাহ আব্দুল আজিজ উট উৎসব সৌদি ক্যামেল ক্লাব আয়োজিত এ উৎসব  ১ ডিসেম্বরশুরু হয়ে ৪০ দিন ধরে চলবে।

আরব নিউজ


মন্তব্য
জেলার খবর