স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মুক্তিযোদ্ধার নামে মামলা

০৯ নভেম্বর ২০২১

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে ইলিয়াস হোসেন ফরাজী (৬৫) নামের এক বীর মুক্তিযোদ্ধার নামে থানায় মামলা হয়েছে। মামলায় তার বিরুদ্ধে ৫ম শ্রেনীর এক স্কুলছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মামলাটি করেন ভুক্তভোগীর মা। গত রোববার সকালে চাড়াখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয় মামলায়।


ইলিয়াস হোসেন ফরাজী চাড়াখালী এলাকার মৃত ইউসুব আলী ফরাজীর ছেলে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, ইলিয়াস ফরাজীর বাড়িতে কোরআন শরীফ পড়া শিখতে গেলে এ ঘটনা ঘটে। সেখান থেকে ফিরে ঘটনাটি তার পরিবারেকে জানায় শিশুটি। এরপরই আইনের শরণাপন্ন হয় তার পরিবার।


এদিকে অভিযুক্ত মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন ফরাজী জানায়, এ অভিযোগ সম্পুর্ন মিথ্যা। পড়ার সময় শিশুটিকে লাঠি দিয়ে আঘাত করায় একটি মহল আমাকে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে এমন রটাচ্ছে। মুক্তিযোদ্ধা সংসদ রাজাপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার মো. শাহ-আলম নান্নু জানান, ইলিয়াস ফরাজী ভাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা হবে। জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হবে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আবু সায়েম আকন/এমকে

 


মন্তব্য
জেলার খবর