মন্তব্য
হলিউড ও বলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সুদূর ক্যালিফোর্নিয়ায় বসে উদযাপন করলেন দীপাবলি আর তার ঢেউ এসে লাগলো ঢাকায়।
হলুদ ঢাকাই জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে নেন প্রিয়াঙ্কা। ঢাকাই জামদানি শাড়ি পড়ে তিনি স্বামী নিকের সঙ্গে দিওয়ালির পুজোয় অংশ নেন।
লস অ্যাঞ্জেলসে বসে ঢাকাই জামদানি পরে দীপাবলি পালন করছেন প্রিয়াঙ্কা আর ঢাকায় এসে সে ঢেউ খেলে গেল। ভক্তরা আলোড়িত হলেন বাংলাদেশের।