মন্তব্য
গত বছরের ২৪ মে কানাডায় রুমানা মালিক মুনমুনের একমাত্র কন্যাসন্তান ইমান হোসেনের জন্ম হয়েছে।
অভিনেত্রী ও উপস্থাপিকা মুনমুন বলেন, ‘খুব অল্প সময়েই ইমান তার দাদি, নানা, খালা, ফুফুদের সঙ্গে মিশে যেতে পেরেছে। বাড়িময় ঘুরে বেড়াচ্ছে। অসংখ্য খেলার সঙ্গী পেয়ে আমাকে আর ওর বাবাকে যেন ভুলতে বসেছে।’
তিনি বলেন, “আমি প্রচার-প্রচারণার আড়ালে থাকা মানুষ। আমাদের স্বামী-স্ত্রী দু’জনেরই বিদেশে স্থায়ী হওয়ার ইচ্ছা নেই। তবে আমার মেয়ে জন্মসূত্রে এখন কানাডার নাগরিক। ফলে কয়েক বছর আসা-যাওয়ার মধ্যে থাকতে হবে। ভবিষ্যতে ইচ্ছা আছে, বাংলাদেশে স্থায়ী হওয়ার।”