পা ভেঙেছে শুভশ্রী গাঙ্গুলির

১০ নভেম্বর ২০২১

 অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পায়ে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে, সঙ্গে লিগামেন্টেও চোট পেয়েছেন তিনি। 

শুভশ্রীর চিকিৎসক তাকে এক মাস সম্পূর্ণ বেড রেস্ট দিয়েছেন। কিন্তু শুভশ্রীর সাফ কথা ‘আমি বেড রেস্টে থাকতেই পারব না। বেশ কিছু কাজের কমিটমেন্ট রয়েছে। সেখানে কথার খেলাপ করতে পারব না।

তা ছাড়া বাড়িতে আমার ছোট বাচ্চা রয়েছে, যে দিন-রাত ছুটে বেড়ায়। তবুও কেন জানি মনে হয়, আমি আমার সন্তানের খেয়াল রাখতে পারছি না। সে আমার খেয়াল রাখছে নিয়মিত। কারণ সে হয়তো বুঝতে পারছে হঠাৎ আমার পায়ের এমন দশা কি করে হলো।”


মন্তব্য
জেলার খবর