মন দিয়ে কাজ করে গিয়েছি: কঙ্গনা

১০ নভেম্বর ২০২১

পদ্মশ্রী পুরস্কার পেয়ে খুশিতে আত্মহারা বলিউড সিনেমার আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। তার ভাষায় ‘আমার এই সম্মান অনেকের মুখ বন্ধ করবে। শিল্পী হিসেবে অনেক পুরস্কার পেয়েছি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছি। তবে নাগরিক হিসেবে এই প্রথম সম্মান পেয়ে ভীষণ আনন্দিত।’

ভিডিওতে কঙ্গনা আরও বলেন, ‘কম বয়সে ক্যারিয়ার শুরু করেছি। প্রথমেই সাফল্য পাইনি, প্রায় আট-দশ বছর সংগ্রামের পর সাফল্য পাই। কিন্তু তখন সাফল্যের খুশিতে মগ্ন হয়ে যাইনি। বরং মন দিয়ে কাজ করে গিয়েছি।

বিনোদন জগতে কাজ করে যত না অর্থ উপার্জন করেছি, তার চেয়ে বেশি শত্রু তৈরি করেছি। দেশের হয়ে কথা বলার কারণে অনেকের বিরাগভাজন হয়েছি। আমার বিরুদ্ধে এখনও অনেক মামলা রয়েছে।’


মন্তব্য
জেলার খবর