মার্ভেলের জন্য গর্বিত জোলি

১০ নভেম্বর ২০২১

মধ্যপ্রাচ্যে ডিজনি মার্ভেলের 'ইটানালস' সিনেমা মুক্তি না পাওয়ার ব্যাপারে অ্যাঞ্জেলিনা জোলি সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি সেই সব দর্শকদের জন্য দুঃখ প্রকাশ করছি। এবং সেই সব দৃশ্যগুলো সিনেমা থেকে মুছে দিতে অস্বীকার করার জন্য আমি মার্ভেলের জন্য গর্বিত।’
 

জোলি আরও বলেন 'আমি এখনও বুঝতে পারি না যে আমরা আজ এমন একটি পৃথিবীতে কীভাবে বাস করি যেখানে এখনও (লোকেরা) ফ্যাস্টোসের পরিবার এবং সেই সম্পর্কের সৌন্দর্য এবং সেই ভালবাসা দেখতে পাবে না, কেউ কীভাবে এটি নিয়ে রাগান্বিত হয়, এটির দ্বারা হুমকি দেয়, এটি অনুমোদন করে না বা প্রশংসা না করে থাকতে পারে।


মন্তব্য
জেলার খবর