সূচকের উত্থান, কমেছে লেনদেন

১০ নভেম্বর ২০২১

অনেকদিন পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার উত্থান ঘটেছে সূচকের। বাজার মূলধন বাড়লেও লেনদেন কমেছে। দর বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২৩টির,কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৫৪টির।

দিন শেষে তিন হাজার ৭৪৭ কোটি ৬৮ লাখ টাকা বেড়ে বাজার মূলধন দাঁড়ায়  পাঁচ লাখ ৪৯ হাজার ১৫৪ কোটি টাকায়।ডিএসইএক্স সূচক ৬৮ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৬৮ দশমিক শূন্য আট পয়েন্টে, ডিএসইএস সূচক ১৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৪ দশমিক ৮০ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ৩২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬১৬ দশমিক শূন্য তিন পয়েন্টে  অবস্থান করে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৬৭ কোটি ৩৭ লাখ টাকা, লেনদেন হয় এক হাজার সাত কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের দিনে এর পরিমাণ ছিল এক হাজার ৭৫ কোটি ১৩ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বেক্সিমকো ও দর বৃদ্ধিতে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিকার শীর্ষে ওঠে আসে । শেয়ার  ৯৭ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়, দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯২ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর