প্রথমবারের মতো দেশের বাজারে বিক্রি শুরু হয়েছে করোনার ওষুধ ‘মলনুপিরাভির’ (ক্যাপসূল)। বিশ্বে প্রথম অনুমোদিত এ ওষুধ করোনা রোগীর মৃত্যু ও হাসপাতালে ভর্তি অর্ধেক কমাতে পারে,নিয়ম মেনে সেবন করলে সহজ হবে করোনা নিয়ন্ত্রণ করা। পূর্ণ ডোজ সম্পন্ন করতে সকালে ও বিকালে চারটা করে ৫ দিনে সেবন করতে হবে ৪০টি ক্যাপসূল। প্রতিটি ক্যাপসূলের দাম ৫০ টাকা। আর এ ক্যাপসূল জরুরিভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। ওষুধটি সম্পর্কে এ তথ্য দিয়েছেন ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান। মঙ্গলবার তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি তুলে ধরেন তিনি।
মাহবুবুর রহমানের দেয়া তথ্যানুযায়ী, এ ওষুধ টিকার বিকল্প নয়, টিকা নিতেই হবে। ওষুধটি সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শে। ১৮ বছরের কমবয়সী কেউ এ ওষধু খেতে পারবেন না।
মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, ১০টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান আবেদন করলেও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালসকে এ অনুমোদন দেয়া হয়েছে। ওষুধটির টেস্ট এ দেশেও হয়েছে, ফলাফলও ভালো পাওয়া গেছে।
এমকে