দেশের আকাশ কিছুটা মেঘলা থাকেলও আবহাওয়া থাকতে পারে শুস্ক। আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। সৃষ্ট লঘুচাপের কারণে আকাশ মেঘলা থাকতে পারে। পূর্বাভাসে বুধবার বিকালে এমন তথ্যই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর বলছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সেটা সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরসহ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
এদিকে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আগেই জানানো হয়েছে- এ মাসে সৃষ্ট লঘুচাপগুলোর মধ্যে দু-একটি নিম্নচাপে রূপ নিতে। এর মধ্যে আবার একটি রূপ নিতে পারে একটি ঘূর্ণিঝড়ে। তাছাড়া ধীরে ধীরে তাপমাত্রা কমে এগোবে শীতের দিকে।
বুধবার বিকালের আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রের্কড হয় ফেনীতে- ৩৪ ডিগ্রি সেলসিয়াস। পক্ষান্তরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায়- ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এমকে