স্থানীয় সরকার নির্বাচনের সঙ্গে জড়িতদের সহনশীলতা ও নির্বাচনসুলভ আচরণ করাই নির্বাচনি সহিংসতা থামানোর একমাত্র উপায় বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। বলেছেন, মহল্লায়-মহল্লায় পুলিশ পাহারা দিয়ে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকানো যায় না। এটাই বাস্তবতা, বিষয়টি বুঝতে হবে দেশের নাগরিক হিসেবে। বুধবার সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে নির্বাচনি সংহিসতা ঠেকানোর এ উপায় বাতলে দেন তিনি। রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মি.হুদা।
এ সহিংসতার কারণ সম্পর্কে সিইসি বলেন, তাৎক্ষণিক উত্তেজনাকর পরিস্থিতির কারণে ঘটে। এটা মোটেই প্রত্যাশিত নয়। এ ধরনের ঘটনায় প্রাণহানি কারো কাম্য হতে পারে না। তিনি জানান- প্রতিদ্বন্দ্বী, সমর্থক এবং জনগণ- এদের মধ্যে সহনশীলতা থাকতে হবে। নির্বাচনে প্রতিযোগিতামূলক মনোভাব থাকতে হবে। এ নির্বাচনে সবাই কাছের লোক- আত্মীয়-স্বজন, যোগ করেন নূরুল হুদা।
নির্বাচনকালে আইন শৃঙ্খলা পরিরিস্থতি প্রসঙ্গে সিইসির ভাষ্য- যারা ভোটের সঙ্গে সম্পৃক্ত, তাদের সহনশীলতাই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার একমাত্র উপায়। এটার দায়দায়িত্ব প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী অথবা নির্বাচন কমিশনকে দিলে হবে না, এটা বলার কোনো সুযোগও নেই। বেশিরভাগ ঘটনা স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, পুরনো শত্রুতার জের ধরে ঘটে।
এমকে