কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় বাজার থেকে বাসায় ফেরার পথে বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল হাসেম মাল (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার দুপুরে ভোলা-চরফ্যাশন মহাসড়কের তালতলী বাজার মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে। আব্দুল হাসেম মাল ভোলা সদর উপজেলার রুহিতা গ্রামের মালেগো বাড়ির আশাদ আলী মালের ছেলে। এদিকে দুর্ঘটনার পরপর ঘটনাস্থল দিয়ে যান চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনতা।
ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোহাম্মদ আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, রাস্তা পারাপারের সময় চরফ্যাশন থেকে ভোলাগামী দিগন্ত নামের একটি যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এ দুর্ঘটনায় সাধারণ জনগণ অনেক উত্তেজিত। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছেন। আমরা জনগণকে আশ্বস্ত করেছি- বিষয়টি বাসমালিক সমিতি, স্থানীয় জনপ্রতিনিধি, নিহতের পরিবার ও পুলিশের উপস্থিতিতে সমাধান করা হবে। এ দূর্ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত ভোলা-চরফ্যাশন মহাসড়কে বাস চলাচল বন্ধ থাকবে।
পুলিশ ও আব্দুল হাসেম মাল’র পরিবার সূত্রে জানা যায়, সকালে মাছ কিনতে বাজারে গিয়েছিলেন আব্দুল হাসেম। তার মেয়ে চট্টগ্রাম থাকেন, মেয়ে আসবেন শুনে তার জন্য মাছ কিনতে গিয়েছিলেন।
এমকে