বিরোধী দলের নেতাকর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি ও নির্মূল করার জন্য শুরু হওয়া প্রক্রিয়ার বিরুদ্ধে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে জনমত গড়ে তুলতে চায় বিএনপি। এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তও হয়েছে। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল জানান, গত কয়েক বছর ধরেই এ প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে ওই সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্তের বাইরে বৈঠকে দেশের কয়েকটি জেলার দুর্গাপূজা মণ্ডপে, মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় দলের নেতাকর্মীদের ঢালাওভাবে আসামি করে মামলা দায়ের, গ্রেফতার ও হয়রানির নিন্দা জানানো হয়। পাশাপাশি সীমান্ত হত্যা নিয়েও আলোচনা হয়, দাবি জানানো হয় এ ধরণের হত্যাকাণ্ড বন্ধের।
বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত ছিলেন।
এমকে