৯০ হাজার মে.টন ইউরিয়া আমদানি করবে সরকার

১০ নভেম্বর ২০২১

বোরো মৌসুম ঘিরে ৯০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার  আমদানি করবে সরকার। এতে মোট ব্যয় ধরা হয়েছে ৬০৫ কোটি ২৫ লাখ ২৯ হাজার ৮২৫ কোটি টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এর মাধ্যমে আমদানি হবে। এ সংক্রান্ত তিনটি পৃথক প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার অর্থনৈতিক সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। ভার্চুয়াল এ বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভাপতিত্ব করেন। বৈঠক শেষে  সাংবাদিকদের এ সব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সামসুল আরেফিন।

সামসুল আরেফিন দেয়া তথ্যানুযায়ী, সৌদি আরবের বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ সার নেয়া হবে।  এর মধ্যে বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরশেন থেকে ২০৬ কোটি ৩১ লাখ ৪৫ হাজার টাকায় ৩০ হাজার মেট্রিক টন, ২০০ কোটি ৩১ লাখ ২৮ হাজার ৫৭৫ টাকায় ৩০ হাজার মেট্রিক টন এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কাছ থেকে ১৯৮ কোটি ৭২ লাখ ৫৬ হাজার ২৫০ টাকায় ৩০ হাজার মেট্রিক আমদানি করা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর