সূচকে বড় উত্থান

১১ নভেম্বর ২০২১

তিন মূল্যসূচকের সবগুলোরই বড় উত্থানের মধ্য দিয়ে বুধবারের কার্যক্রম শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আগের কার্যদিবসের হিসাবে বেড়েছে লেনদেনের পরিমাণ- ১৫৬ কোটি। সেই সঙ্গে বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারদর, ৩৭৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত থাকে বাকি ৩১টির।

 ডিএসইএক্স সূচক ১১৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৮২ পয়েন্টে, ডিএসইএস সূচক  ২৪ পয়েন্টে বেড়ে এক হাজার ৪৭৮ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ৪৪ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৬০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় মোট এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৭ কোটি ৭৫ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর