রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের রামপালে ধর্ষণ মামলায় কথিত এক কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে এ কবিরাজসহ তার স্ত্রীর নামে মামলাটি করেন ভুক্তভোগী নারী নিজেই। মামলায় বলা হয়েছে ঝাড়ফুঁক এবং তাবিজ দিলেই স্বামীর সংসার ফেরত পাবে- এমন কথা বলে ঘটনাটি ঘটানো হয়। কথিত কবিরাজের নাম ফরহাদ ফকির৷ সে রামপালের কালিকাপ্রসাদ গ্রামের মৃত মমিন ফকিরের পুত্র।
জানা যায়, গত বুধবার ভুক্তভোগী তার মাকে সাথে নিয়ে ওই কবিরাজের বাড়িতে যায়। এ সময় ভুক্তভোগী ঝাড়ফুঁক এবং তাবিজ দেয়ার কথা ও তার মাকে ঘরের বাইরে যেতে বলা হয়। তার মা ঘরের বাইরে গেলে দরজা বন্ধ করে দেয়া হয়, গামছা দিয়ে ভুক্তভোগীর মুখ বেঁধে ফেলা হয়। এরপর ঘটনাটি ঘটানো হয়। একপর্যায়ে ভুক্তভোগীর গোঙ্গানিতে তার মা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দিন জানান, ভুক্তভোগী মহিলার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাকী আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে।
অমিত পাল/এমকে