গভীর নিম্নচাপে রূপ নিতে পারে নিম্নচাপটি

১১ নভেম্বর ২০২১

বঙ্গোপসাগরে পরিণত হওয়া নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নিতে পারে। এর প্রভাবে আকাশ আংশিক মেঘলা ও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা মিলে চার সমুদ্রবন্দরে এক নম্বর দূরবর্তী সতকর্তা সংকেত দেখাতে বলা হয়েছে।

নিম্নচাপের কেন্দ্রের কাছে সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে। সতর্ক সংকেতটা এ কারণেরই দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে সাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌযানকে উত্তর বঙ্গোপসাগরের কাছাকাছি আসার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে  নিম্নচাপে পরিণত হয়েছে। এটি দক্ষিণ- পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে।  আরো অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম ও উত্তর- পশ্চিম দিকে। নিম্নচাপটি বৃহস্পতিবার সন্ধ্যার আগে চট্টগ্রাম বন্দর থেকে ১ হাজার ৬৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ৪৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ৫০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল। নিম্নচাপের কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ রয়েছে ঘণ্টায় একটানা সর্বোচ্চ  ৪০ কিলোমিটার, আর এটা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে বৃদ্ধি পাচ্ছে ৫০ কিলোমিটার পর্যন্ত।

এমকে


মন্তব্য
জেলার খবর