জাককানইবিতে বিশাল নিয়োগ

১২ নভেম্বর ২০২১

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি স্থায়ী ও অস্থায়ী মোট ১০টি পদে জনবল নিয়োগ দেবে।

 

 

পদের নাম ও সংখ্যা:

১. কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক পদে একজন নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তরসহ পিএইচডি ডিগ্রি/এমফিল ডিগ্রি থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারীদের ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা এবং এমফিল ডিগ্রিধারীদের ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।

 

২. পদের নাম: প্রভাষক পদে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে ১ জন, সমাজবিজ্ঞান বিভাগে ১ জন, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্ট্যাডিজ বিভাগে ৩ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগে ২ জন, ফোকলোর বিভাগে ১ জন, লোকপ্রশাসন ও সরকাল পরিচালনা বিদ্যা বিভাগে ২ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ৩ জন, আইন ও বিচার বিভাগে ১ জন নিয়োগ দেয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

 

৩. আবাসিক মেডিকেল অফিসার পদে একজনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এমবিবিএস পাস এবং বিএমডিসি নিবন্ধন থাকতে হবে। প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বেতন: ৩২,৩০০ টাকা

 

৪. প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থকে যেকোনো বিষয়ে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস হতে হবে। ৩০ বছরের কম বয়সীরা আবেদন করতে পারবেন। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

 

৫. হল সুপারভাইজার পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। সামাজিক বিজ্ঞান/ব্যবসায় প্রশাসন/বিজ্ঞানে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

 

৬. অফিস সহকারী কাম ডেটা প্রসেসর পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। পওার্থীকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার প্রশিক্ষণে ছয় মাসের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা

 

৭. অফিস সহায়ক পদে ৫ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হতে হবে। প্রর্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

 

৮. টেবিল বয় পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীকে নূন্যতম অষ্টম শ্রেণি পাস হতে হবে। ১৮-৩০ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

 

৯. গার্ড পদে ১ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। আগ্রহী প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

 

১০. বাবুর্চি সহকারী পদে ২ জনকে নিয়োগ দেয়া হবে। প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীতে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

 

আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আট সেট আবেদন রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ বরাবর জমা দিতে হবে। আবেদন ফরম পাওয়া যাবে এ ওয়েবসাইটে http://jkkniu.edu.bd।

 

আরআই


মন্তব্য
জেলার খবর