অপরাজেয় পাকিস্তানকে আটকে দিল অস্ট্রেলিয়া

১১ নভেম্বর ২০২১

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অপরাজেয় পাকিস্তানকে সেমিফাইনালে আটকে দিল অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার সেমফাইনালের ২য় ম্যাচে আফ্রিদির অনুজদের ৫ উইকেটে হারায় পন্টিংয়ের অনুসারীরা। ফলে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া।

 

এর আগে প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। এবার দ্বিতীয় দল হিসেবে শিরোপা মঞ্চে পা রাখল অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়া। দুবাইতে আগামী ১৪ নভেম্বর শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

 

পাকিস্তান প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৬ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন মোহাম্মদ রিজওয়ান। এছাড়া বাবর আজম ৩৯, ফখর জামান ৫৫, আসিফ আলি ও শোয়েব মালিক ১টি করে রান করেন।

 

জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় অস্ট্রেলিয়া। শূন্য রানে ফিরে যান অ্যারন ফিঞ্চ। এক ওপেনার ফিরে গেলেও ক্রিজের একপ্রান্ত আগলে ছিলেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি করেন ৪৯ রান। ৩০ বলে ৩ চার ও ৩ ছয়ের মারে এ রান করেন তিনি। এছাড়া মিশেল মার্চ ২৮, স্টিভেন স্মিথ ৫, গেলেন ম্যাক্স ওয়েল ৭, মারকাস স্টোনিস ৪০ ও ম্যাথু ওয়েড ৪১ রান করেন।

 

ম্যান অফ দ্যা প্লেয়ার হয়েছেন ম্যাথু ওয়েড।

 

আরআই


মন্তব্য
জেলার খবর