শ্রাবন্তী আমার খুব ভালো বন্ধু: নুসরাত

১২ নভেম্বর ২০২১

টালিউড অভিনেত্রী ও তৃণমূলের সাংসদ নুসরাত জাহান বলেছেন, শ্রাবন্তী আমার খুব ভালো বন্ধু। সে যে সিদ্ধান্ত নিয়েছে, তার জন্য তাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। শ্রাবন্তী তৃণমূল করুক, বা বিজেপি, কোনো ক্লাবে গিয়ে পার্টি করুক বা আমার বাড়িতে এসে আমার সঙ্গে পার্টি করুক— তার পাশে আমি সব সময়ে আছি।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘বিজেপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলাম। গত বিধানসভা নির্বাচনে আমি এই দলের হয়ে নির্বাচনে লড়াই করেছি। কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপি আন্তরিক না। এখানকার জন্য কাজের মনোভাবের অভাব রয়েছে তাদের।’

 আনন্দবাজার


মন্তব্য
জেলার খবর