বগুড়া প্রতিনিধি:
বগুড়ার পৌর এলাকা থেকে পর্নোগ্রাফি তৈরির সরঞ্জামাদি ও নারীসহ ৫ জনকে আটক করেছে র্যাব-১২’র একটি দল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। এর আগে সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে ৭ নং ওয়ার্ডের রায় বাহাদুর রোড জলেশ্বেরী তলা ডেকান্স টাওয়ারের ১০ তলা ও ৯ নং ওয়ার্ডের রিয়াজ উদ্দিনের বিল্ডিংয়ের ৫ তলা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- নওগার কালিগ্রামের হাবিবুর রহমান মন্ডলের ছেলে আতাউর রহমান ওরফে রানা (৪০), চট্টগ্রামের কোটবাড়ী এলাকার আতাউর রহমানের স্ত্রী রুম্পা আক্তার (২৪), বগুড়ার সাবগ্রাম মধ্যপাড়ার গুটু প্রামানিকের ছেলে স্বপন প্রামানিক (৩৯), আবুল কালাম আজাদের ছেলে হানিফ প্রামানিক (২৫) ও সিরাজগঞ্জের ঘুড়কা বেলতলার সাহেব আলীর মেয়ে সাথী খাতুন (২০)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজেদের মধ্যে শারীরিক সম্পর্কে জড়াতো আটককৃতরা। আর এ সময়ে দৃশ্য ধারণ করে পর্ণগ্রাফি তৈরি করতো। এগুলো পরে ইন্টারনেটে ছড়িয়ে দিতো। দীর্ঘদিন ধরে তারা কাজটি করতো আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকের সময় তাদের কাছ থেকে পর্নোগ্রাফি ভিডিও তৈরির কাজে ব্যবহৃত ২ টি ল্যাপটপ, ২ টি পেনড্রাইভ, ১ টি যৌন উত্তেজক ভাইব্রেশন যন্ত্র, ১ টি বেল্টযুক্ত প্লাষ্টিকের কৃত্রিম লিঙ্গ, ২ টি আলোক সজ্জা লাইট, ১ টি সাউন্ড বক্স, ১ টি চার্জার ব্যাটারী, ২ টি এলইডি লাইট, ৮ টি মোবাইল ফোন, ১৫ পিস ইয়াবা ও পর্নোগ্রাফি তৈরি সংক্রান্ত নিয়োগের চুক্তিনামা জব্দ করা হয়।
আটককৃদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং মাদক আইনে মামলা হয়েছে। তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
দীপক কুমার সরকার/এমকে