লেনদেন বেড়েছে ৩৪২ কোটির বেশি টাকা

১২ নভেম্বর ২০২১

আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কার্যক্রম শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে ৩৪২ কোটি ৪৫ লাখ টাকা। মিশ্র প্রবণতা দেখা গেছে মূল্যসূচকের। পতন ঘটেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর, ৩৭৩টি কোম্পানির মধ্যে  দর  কমেছে ২০৮টির, বেড়েছে ১১৫টির এবং  অপরিবর্তিত থাকে বাকি ৫০টির ।

লেনদেন হয় এক হাজার ৫০৬ কোটি ২৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ টাকার। বৃহস্পতিবার ডিএসইএক্স  সূচক ১৩ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯৯৫ দশমিক ৯২ পয়েন্টে পৌঁছালেও  ডিএসইএস সূচক ১ দশমিক ৩১ পয়েন্ট  কমে এক হাজার ৪৭৭ দশমিক ৫৭ পয়েন্টে অবস্থান করে। তবে  ২০ দশমিক ২২ পয়েন্ট  বেড়ে  ডিএস৩০ সূচক স্থির হয় দুই হাজার ৬৮০ দশমিক ৯৬ পয়েন্টে।

লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে। লেনদেনে টাকার অঙ্কে তালিকার শীর্ষে ওঠে আসে বেক্সিমকো। দর বৃদ্ধিতে তালিকার শীর্ষে অবস্থান করে ব্র্যাক ব্যাংক লিমিটেড। প্রথম কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৩৪২ কোটি ৮২ লাখ টাকার।  দ্বিতীয় কোম্পানির দর বৃদ্ধি পায় ৯ দশমিক ৯৩ শতাংশ।

এমকে


মন্তব্য
জেলার খবর