ভোটগ্রহণের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে ৮৩৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। দ্বিতীয় ধাপে তফসিল ঘোষিত এ নির্বাচনে ভোট চলাকালে ভোট ঘিরে ভোটকেন্দ্রসহ বিভিন্ন নির্বাচনী এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ছয় জন নিহত হয়েছেন, কমবেশি আহত হয়েছেন অনেকেই। ১০টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৮০ চেয়ারম্যান প্রার্থী। এদিকে ভোট খুব সুষ্ঠুভাবে ও উৎসবমুখর পরিবেশেই হয়েছে বলে মনে করছেন নির্বাচন কমিশন (ইসি)। এসব ইউপিতে ভোট গ্রহণ শেষে ভোটের পরিস্থিতি সাংবাদিকদের জানান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।
ইসি সচিব জানান, নিহত ছয় জনের কেউিই ভোটকেন্দ্রে মারা যাননি। প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সহিংসতায় হতাহতের ঘটনা ঘটেছে। পুরো দেশে ৮৩৪টি ইউনিয়নে ৮ হাজার ৪০০ ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এর মধ্যে ১০ ভোট কেন্দ্রে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে কিছু দুষ্কৃতিকারী । এ রকম ঘটনায় ১০ কেন্দ্রের ভোট বন্ধ করা হয়েছে। ৬৫-৭৫ শতাংশ ভোট পড়েছে বলে ধারণা করা হচ্ছে।
সহিংসতার কারণ প্রসঙ্গে ইসি সচিব জানান, ইউপি নির্বাচনে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হয়। প্রার্থীরা অতি আবেগী হয়ে যায়। এসবই কারণ। তবে পরবর্তী নির্বাচন আরো ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সুষ্ঠু নির্বাচনের স্বপক্ষে তার যুক্তি, জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের চাহিদা মাফিক ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও সবাই অত্যন্ত সক্রিয় ছিলেন।
এমকে