জনগণ ও দেশের জন্য কিছু করতে না পারলেও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি বিএনপি সুনিপুণভাবে করে যাচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার তাদের বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে। শুক্রবার রাজধানী ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংকালে এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, তাদের বিরুদ্ধে অপপ্রচার যাওয়ার এ সত্য বিষয়টি যত তাড়াতাড়ি বিএনপি বুঝতে পারবে, ততই তাদের মঙ্গল হবে। বিচার ও নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, তাদের নীতি হচ্ছে- ‘বিচার মানি, কিন্তু তালগাছ আমার।’বিচারের রায় তাদের পক্ষে গেলে বিচার বিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে সরকারের হস্তক্ষেপ- এসব বলা তাদের পুরনো অভ্যাস। আসলে দেশের বিচার বিভাগ স্বাধীনভাবেই কাজ করছে। ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে জয়ী হলে বিএনপি বলে- আরো বেশি ভোটে জয়ী হতে পারতো, হারলে বলে- নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়। তাদের কাছে নিরপেক্ষ কমিশন মানে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রদান। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল অভিযোগ করেন, দেশে বিচার ব্যবস্থা দলীয়করণ করা হয়েছে ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
এমকে