চলতি মৌসুমে আমন ধান সংগ্রহকালে কৃষক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেজন্য খাদ্যগুদামে কৃষকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ‘কৃষক অ্যাপ‘ আওতাভুক্ত উপজেলায় রেজিষ্ট্রেশন ও অ্যাপের বাইরের উপজেলায় লটারি দ্রুত সম্পন্নের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান সংগ্রহ শুরু করতে হবে। আমন ধান-চাল সংগ্রহ অভিযান সফল করতে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এমন ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।
বাকি নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ধান সংগ্রহের বিষয়টি মাইকিং, লিফলেট বিতরণ, ক্যাবল টিভি স্ক্রল প্রদর্শনসহ বহুল প্রচারণার ব্যবস্থা করতে হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে অবিলম্বে জেলা ও উপজেলায় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা করতে হবে। চাল সংগ্রহে যথাযথ বিধান অনুসরণ করে ১৮ নভেম্বরের মধ্যে মিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭’ অনুসারে সদ্য উৎপাদিত আমন ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করতে হবে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ২৭ টাকা কেজি দরে আমন ধান ও ৪০ টাকা কেজি দরে আমন ধানের সেদ্ধ চাল কিনছে সরকার। এ দরে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এমকে