আমন ধান সংগ্রহে কৃষক হয়রানি করা যাবে না

১২ নভেম্বর ২০২১

চলতি মৌসুমে আমন ধান সংগ্রহকালে কৃষক যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সেজন্য খাদ্যগুদামে কৃষকবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। ‘কৃষক অ্যাপ‘ আওতাভুক্ত উপজেলায় রেজিষ্ট্রেশন ও অ্যাপের বাইরের উপজেলায় লটারি দ্রুত সম্পন্নের মাধ্যমে সরাসরি কৃষকের কাছে থেকে ধান সংগ্রহ শুরু করতে হবে। আমন ধান-চাল সংগ্রহ অভিযান সফল করতে সম্প্রতি খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এমন ১৫টি নির্দেশনা দেয়া হয়েছে।

বাকি নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ধান সংগ্রহের বিষয়টি মাইকিং, লিফলেট বিতরণ, ক্যাবল টিভি স্ক্রল প্রদর্শনসহ বহুল প্রচারণার ব্যবস্থা করতে হবে। ধান সংগ্রহের ক্ষেত্রে অবিলম্বে জেলা ও উপজেলায় সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা করতে হবে। চাল সংগ্রহে যথাযথ বিধান অনুসরণ করে ১৮ নভেম্বরের মধ্যে মিলারদের সঙ্গে চুক্তি সম্পাদন করতে হবে। অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা, ২০১৭’ অনুসারে সদ্য উৎপাদিত আমন ধান ও চাল সংগ্রহ নিশ্চিত করতে হবে।

প্রসঙ্গত, গত ৭ নভেম্বর থেকে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে, চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ২৭ টাকা কেজি দরে আমন ধান ও ৪০ টাকা কেজি দরে আমন ধানের সেদ্ধ চাল কিনছে সরকার। এ দরে ৩ লাখ মেট্রিক টন ধান ও ৫ লাখ টন সেদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর