মন্তব্য
বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আরো দুর্বল হয়ে যেতে পারে। এর প্রভাবে কয়েকদিন আকাশ মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে দেশের ৫ বিভাগের দুই-এক জায়গায়। সেই সঙ্গে কিছুটা হলেও কমতে পারে দিনের তাপমাত্রা। এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ৫ বিভাগ- ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কথা বলা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি এখন ভারতের তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থান করছে। লঘুচাপে পরিণত হওয়ার আগে সেটা নিম্নচাপ আকারে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। সেখান থেকে দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে লঘুচাপে পরিণত হয়।
এমকে