মৃত্যু ৫, শনাক্ত ২১১

১২ নভেম্বর ২০২১

দেশে করোনা আক্রান্ত ৫ জন মারা গেছেন গত ২৪ ঘণ্টায়। একই সময়ে পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২১ জনের নমুনায়। পাশাপাশি করোনামুক্ত হয়েছেন ২১৯ জন।  শুক্রবার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের রাখা হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ১২৭ জনের। মারা গেছেন ২৭ হাজার ৯১২ জন করোনা রোগী। করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ১১১ জন। এক কোটি ৫ লাখ ৬২ হাজার ৭০৪টি নমুনা পরীক্ষা হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ৮৮।

গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ২৮ শতাংশ নমুনায় এ রোগের উপস্থিতি মিলেছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৭ হাজার ২৮২টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৭ হাজার ২৩১টি। মৃতদের সবাই পুরুষ, চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে সরকারি হাসপাতালে। বিভাগের মধ্যে ঢাকার ২ জন, চট্টগ্রামের ২ জন এবং খুলনায়  ১ জন ছিলেন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর