বগুড়ায় জয় বেশি পেয়েছেন বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা

১২ নভেম্বর ২০২১

বগুড়া প্রতিনিধি:

শেরপুর ও শিবগঞ্জ উপজেলা মিলে বগুড়ার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর তুলনায় বেশি জয় পেয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা। আওয়ামী লীগ থেকে ৯ জন, বিদ্রোহী হয়ে ৪ জন আর স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে জয় পেয়েছেন ৭ জন। বৃহস্পতিবার ভোটগ্রহণের মধ্য দিয়ে এসব ইউপির নির্বাচন শেষ হয়।

দু’উপজেলার অধিকাংশ কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে নির্বাচন হলেও কয়েকটি কেন্দ্রে বিশৃঙ্খলা, ব্যালট ছিনতাই, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, ভোটকেন্দ্রে বাইরে ঘটে ককটেল বিস্ফোরণ। ভোটকেন্দ্রে সৃষ্ট হট্রগোল নিয়ন্ত্রণে নিতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শেরপুরের ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত চারজন ও স্বতন্ত্র ও বিদ্রোহী মিলে পাঁচজন প্রার্থী। এরা হলেন- কুসুম্বী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম পান্না (স্বতন্ত্র) খামারকান্দি ইউনিয়নে আব্দুল মোমিন মহসিন (নৌকা), খানপুর ইউনিয়নে পিয়ার হোসেন পিয়ার (স্বতন্ত্র), মির্জাপুর ইউনিয়নে আলহাজ্ব জাহিদুল ইসলাম (স্বতন্ত্র), বিশালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন খান, ভবানীপুর ইউনিয়নে এসএম আবুল কালাম আজাদ (নৌকা), সুঘাট ইউনিয়নে মনিরুজ্জামান জিন্নাহ(নৌকা), সীমাবাড়ী ইউনিয়নে গৌরদাস রায় চৌধুরী (নৌকা), শাহবন্দেগী ইউনিয়নে কাজী আবুল কালাম আজাদ (স্বতন্ত্র)।

&dquote;&dquote;

অপরদিকে শিবগঞ্জের ১১ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত ৫, আওয়ামী লীগের বিদ্রোহী ৩ এবং স্বতন্ত্র হিসেবে ৩ প্রার্থী জয়ী হয়েছেন। এরা হলেন- আওয়ামীলীগ থেকে বিজয়ী কিচক ইউনিয়নে এ.বি.এম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী, বিহার ইউনিয়নে মহিদুল ইসলাম, বুড়িগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম চঞ্চল, শিবগঞ্জে শহিদুল ইসলাম শহীদ, দেউলী ইউনিয়নে জাহিদুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে জয় ছিনিয়েছেন আটমুল ইউনিয়নে মো. বেলাল হোসেন, পিরবে আসিফ মাহমুদ মিল্টন এবং ময়দানহাট্টায় আবু জাফর। রায়নগর ইউনিয়নে শফিকুল ইসলাম শফি স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েও নির্বাচিত হয়েছেন মাঝিহট্ট ইউনিয়নে এসকেন্দার আলী সাহানা এবং সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মোত্তালেব।

এদিকে ভোট চলাকালীন শেরপুরে খানপুর ইউনিয়নের খাগা দোলন ভিসি দাখিল মাদ্রাসা ও জামুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। শিবগঞ্জের ময়দানহাট্টা, দেউলী, ইউনিয়নে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আটমূল ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেলাল হোসেনের সমর্থকরা আটমূল ভোট কেন্দ্রে হট্টগোলের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে।

দীপক কুমার সরকার/এমকে

 


মন্তব্য
জেলার খবর