রাজারহাটে আ.লীগের বর্ধিত সভা

১২ নভেম্বর ২০২১

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা হয়েছে।  শুক্রবার বিকালে রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চত্বরে এ সভা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই সংক্রান্ত এ সভায়  সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহের উদ্দিন ধনী।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: জাফর আলী (সাবেক এমপি), সিনিয়র সহসভাপতি চাষী এম এ করিম, মো: আকবর আলী সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মো: আক্তারুজ্জামান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো: কাজিউল ইসলাম প্রমুখ। উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিপুল নেতাকর্মী অংশ নেন।

এ.এস. লিমন/এমকে


মন্তব্য
জেলার খবর