আকাশে পূবালি ও পশ্চিমা বায়ুর সংমিশ্রণ ঘটায় দেশের ৫ বিভাগের দু’এক জায়গায় আগামী দু’দিন গুঁড়ি গুঁড়ি বা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে দিনের তাপমাত্রা। আর লঘুচাপের কারণে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অধিদফতর থেকে।
৫ বিভাগ- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কথা বলা হয়েছে।পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর আরো জানায়, উদ্ভন্ন তামিলনাড়ু ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি গুরুত্বহীন হয়ে যেতে পারে। তার আগে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত নিম্নচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম দিকে সরে যায়, পরিণত হয় সুস্পষ্ট লঘুচাপে।
এদিকে লঘুচাপের প্রভাবে শুক্রবার থেকে হালকা কুয়াশায় ছেয়ে যায় ঢাকার আকাশ, কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। মধ্যরাতের পর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রিতে নেমে যায়। শনিবার ভোর থেকেও কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
এমকে