মন্তব্য
ফিলিপাইনের প্রেসিডেন্ট রোদ্রিগো দুতের্তের বড় মেয়ে সারা দুতের্তে কার্পিও আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে লড়বেন।
সারা দেশটির দক্ষিণাঞ্চলীয় দাভাও শহরের বর্তমান মেয়র। শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন সারা।
দেশটিতে সাম্প্রতিক জনমত জরিপও চলতি বছর তাকে প্রেসিডেন্ট পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এক নম্বরে স্থান দিয়েছে।
সিএনএন