মন্তব্য
পাকিস্তানে কোয়েটায় এক পুলিশি অভিযানে ৬ আইএস কর্মী নিহত হয়েছেন। পলাতক রয়েছেন আরো ৪-৫ জন আইএস কর্মী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। সোমবার পাকিস্তান পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও ডন।
ওই আস্তানায় অভিযান চালায় বেলুচিস্তান পুলিশ। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে আইএসকে কর্মীরা। পালানোর সময় পুলিশের গুলিতে নিহত হন ৬ আইএসকে সদস্য। বাকি ৪-৫ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তান পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, নিহত ও পলাতকরা সবাই আইএসের আফগানিস্তান শাখা আইএস-খোরাসান (আইএসকে) সদস্য। আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তানেও সংগঠন আছে আইএসের।
আরআই