মন্দিরা বেদীর টক শো ‘দ্য লাভ লাফ লিভ’-এ ইমরান হাশমির সঙ্গে নিজের ঝামেলা নিয়ে মল্লিকা শেরাওয়াত বলেছেন, ‘আমি সত্যিই জানি না কেন, কিন্তু বেশিরভাগ সময়ই আমার সহ-অভিনেতাদের সঙ্গে আমার ইগোগত সমস্যা দেখা যায়।
আসলে আমার পুরুষ সহ-অভিনেতারা সবসময় এটা ভেবেছে যে, তারা যদি সেটে আসে আর আমি বসে থাকি, তবে উঠে দাঁড়িয়ে আমি গুড মর্নিং বলবো। কিন্তু সেটা একেবারেই আমার ব্যক্তিত্ব না। আমি হরিয়ানার মেয়ে, জাট।’
মল্লিকা আরও বলেন, ‘সবচেয়ে মজার বিষয় ঘটেছিল ইমরান হাশমির সঙ্গে। মার্ডার সিনেমার শুটিংয়ের সময় বা পরে, আমরা তারপর আর কথা বলিনি, আমার মনে হয় সেটা খুব ছেলেমানুষি। যতদূর মনে পড়ছে ছবির প্রমোশনের সময় আমাদের কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। ওটা একদম জরুরি ছিল না, অপ্রয়োজনীয়… আমার পক্ষ থেকেও খুব বোকামি ছিল’।
মল্লিকা বলেন, ‘আমার ইমরানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, সেটা সত্যিই খারাপ লাগার বিষয়। কারণ ইমরান খুব ভালো মনের একজন মানুষ, খুব ভালো ছেলে। কো-স্টার হিসেবে অসাধারণ।