আবু সায়েম আকন, রাজাপুর (ঝালকাঠি):
ঝালকাঠির রাজাপুরে যৌন হয়রানি মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াছ হোসেন ফরাজীকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। চাড়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় শনিবার বেলা এগারোটার দিকে এ মানবন্ধন করে ভুক্তভোগীর স্বজন, সহপাঠী ও স্থানীয়রা।
আধা ঘন্টা ধরে চলা এ মানববন্ধনে বক্তারা বলেন, গত ৯ নভেম্বর মামলাটি রেকর্ড করলেও এখন পর্যন্ত মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তাকে দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। ভবিষ্যতে আর কেউ যেন কোমলমতি শিশুদের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর সাহস না পায়, সে জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান। বক্তব্য দেন- হালিমা বেগম, নাজমা আক্তার, ভূক্তভোগীর সহপাঠী মেহেজাবিন, বাবা নাসির খানসহ অনেকে। প্রসঙ্গত, ৫ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মামলাটি করেন ভুক্তভোগীর মা।
এমকে