করোনা থেকে পুনরুদ্ধারের পথে থাকা বিশ্বের সামনে চারটি পরামর্শ তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার স্থানীয় সময় বিকালে ইউনেস্কো সদর দফতরে এক অনুষ্ঠানে এসব পরামর্শ তুলে ধরেন। ইউনেস্কোর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইউনেস্কো। খবর বাসস।
প্রধানমন্ত্রীর পরামর্শগুলোর মধ্যে রয়েছে- করোনায় মারাত্মকভাবে ব্যাহত হওয়া শিক্ষা ব্যবস্থাকে পুনরুদ্ধারে ডিজিটাল সরঞ্জাম ও পরিষেবা, ইন্টারনেট অ্যাক্সেস, ডিজিটাল বিষয়বস্তু এবং শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিনিয়োগসহ শিক্ষাকে অগ্রাধিকার দিতে একটি বৈশ্বিক পরিকল্পনা দরকার। প্রযুক্তি-সহায়ক অর্থপূর্ণ শিক্ষার পরিবেশ তৈরিতে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব অবশ্যই গড়তে হবে। করোনা টিকাকে অবশ্যই একটি ’বৈশ্বিক গণপণ্য’ বিবেচনা করা উচিত। প্রযুক্তি স্থানান্তরকে গুরুত্ব দিয়ে বিজ্ঞান ও বৈজ্ঞানিক গবেষণার সুবিধাকে জনগণের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে পরামর্শ দেয়ার পাশাপাশি করোনা পরিস্থিতিতে বৈশ্বিক মানবতার অভিন্ন স্বার্থে দৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। জানান, তাঁর সরকার সহিষ্ণুতা ও মর্যাদা সঞ্চারণের মাধ্যমে শান্তির বার্তা ছড়িয়ে দিচ্ছে। এ লক্ষ্যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি এবং যোগাযোগকে কার্যকর হাতিয়ার হিসাবে বেছে নেয়া হয়েছে। বৃত্তি প্রদান, লিঙ্গ-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি, স্কুল ফিডিং প্রোগ্রাম, আইসিটি শিক্ষার মতো পদক্ষেপের মাধ্যমে শিক্ষায় প্রচুর বিনিয়োগ বাংলাদেশের। ৭৫তম বার্ষিকীতে আমন্ত্রণ জানানোয় এ সময় ইউনেস্কোর মহাপরিচালককে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
এমকে