বড় খাতের বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি কমাবে সরকার

২২ ফেব্রুয়ারী ২০২২

কৃষি ও নিম্ন আয়ের মানুষের জন্য গ্যাস-বিদ্যুতে ভর্তুকি অব্যাহত রাখলেও  বড় বড় খাতের বিদ্যুৎ ও গ্যাসে ভর্তুকি সুবিধা দিতে চায় না সরকার। ভর্তুকি কমানোর কৌশল বের করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেও। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষ সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী জানান, বৈঠকে স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং প্রজেক্ট ইন ডিস্ট্রিবিউশন জোন অব বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড প্রকল্প নিয়ে আলোচনার সময় ভর্তুকি নিয়ে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনামন্ত্রী বলেন- বড় বড় খাতে বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারকারীরা গরিব নয়। আবার গুলশানে বসবাসকারীরাও গরিব নয়। সেজন্য প্রাথমিকভাবে বড় বড় শিল্প খাতের গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি কমাতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ভর্তুকি কোনও সভ্য দেশের সমাধান নয়। বড়লোকদের জন্য ধীরে ধীরে ভর্তুকি উঠে যাবে।

এমকে


মন্তব্য
জেলার খবর