দলীয় প্রতীকে চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার বাড়ছে। কাগজ কলমে স্বতন্ত্র থাকলেও এদের বেশিরভাগই আওয়ামী লীগের বিদ্রোহী ছিলেন। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির অনেকই জয় পেয়েছেন। কেন্দ্র থেকে দলীয়ভাবে এ নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত হওয়ায় বিএনপির এসব প্রার্থী কৌশলগতভাবে স্বতন্ত্র প্রার্থী হন। স্বতন্ত্র প্রার্থীর জয়ের হার বৃদ্ধির বিষয়টি বুঝা যায়- দুই ধাপে সম্পন্ন ইউপি নির্বাচনের দিকে তাকালে। স্বতন্ত্র প্রার্থীরা প্রথম ধাপে ২৩ শতাংশ ইউপিতে জিতলেও দ্বিতীয় ধাপে নির্বাচিত হয়েছেন প্রায় ৪০ শতাংশ ইউপিতে। নির্বাচন কমিশন (ইসি) এর সমন্বিত ফলাফল বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
প্রথম ধাপে ২১ জুনের ভোটে ২০৪টি ইউনিয়নের মধ্যে ১৪৮টিতে আওয়ামী লীগের ও ২০ সেপ্টেম্বরের ভোটে ১৬০টি ইউনিয়নের মধ্যে ১১৯ টিতে নৌকার প্রার্থী জয়ের দেখা পান। পক্ষান্তরে ২১ জুনের ভোটে ৪৯ জন এবং ২০ সেপ্টেম্বরের ভোটে ৩৬ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়। সব মিলিয়ে প্রথম ধাপে আওয়ামী লীগের ২৬৭ জন ও স্বতন্ত্র প্রার্থী ৮৫ জন চেয়ারম্যান নির্বাচিত হন। অন্যদিকে দ্বিতীয় ধাপে ৮৩৪টি ইউনিয়নের মধ্যে ৩৩০টিতেই জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ ধাপে ৪৮৬টি ইউপিতে জয়ী হয়েছেন নৌকার প্রার্থীরা।
এমকে