সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটা শক্তিশালী হয়ে ওঠলে ঘুর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে আগের সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। এদিকে লঘুচাপের প্রভাবে দেশের ৭ বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা থাকলেও সামান্য কমতে পারে রাতের তাপমাত্রা। পূর্ভাবাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
নতুন লঘুচাপটি দক্ষিণ আন্দামান সাগর এবং এর আশেপাশের এলাকায় সৃষ্টি হয়েছে। ৭টি বিভাগ- রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কথা বলা হয়েছে। আগের লঘুচাপের প্রভাবে কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হাল্কা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। রোববার বিকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে জানা গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে কুষ্টিয়ার কুমারখালিতে, ২৫ মিলিমিটার।
ঘূর্ণিঝড়টি সৃষ্টি হতে পারে ১৫-১৬ নভেম্বরের মধ্যে। আর আঘাত হানতে পারে ১৮ থেকে ১৯ নভেম্বর। ভারতের উপকূলে আঘাত হানার সম্ভাবনা বেশি থাকলেও বাংলাদেশের সুন্দরবনসহ এর আশেপাশের এলাকায় এর প্রভাব পড়তে পারে। ভারতের আবহাওয়া অধিদফতর গণমাধ্যমগুলোকে এসব তথ্য জানিয়েছে। পরবর্তী ঘূর্ণিঝড়ের নাম আগেই ঠিক করা আছে জাওয়াদ, সৌদি আরব এ নাম দিয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে ভারতের উড়িষ্যা উপকূলে আঘাত হানে ঘূর্ণঝড় ‘গুলাব’ ।
এমকে