দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন মারা গেছেন। আর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। পাশাপাশি সুস্থ হয়েছেন ২১২ জন করোনা রোগী। রোববার স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ৯২২ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৬ হাজার ৫১৫ জন। এক কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষা হয়েছে। ১৪ দশমিক ৮৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ১ দশমিক ১৪ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নমুনা সংগৃহিত হয়েছে ১৩ হাজার ৪৭১টি, অ্যান্টিজেন টেস্টসহ পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৫১৭টি। মৃতদের মধ্যে একজন পুরুষ এবং নারী ৩ জন। বিভাগের মধ্যে ঢাকায় ৩ জন ও চট্টগ্রামে ১ জন রয়েছেন। সরকারি হাসপাতালে ও বেসরকারি হাসপাতালে সমান সংখ্যক করোনা রোগী মারা গেছেন- ২ জন করে।
এমকে