বৃষ্টি চলাকালে বৃষ্টিস্নাত শামিয়ানার নিচে মঞ্চে রাখা চেয়ারে বসে মাগরিবের সালাত আদায় করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আযান শুনেই তাঁর সালাত আদায়ের এ দৃশ্যের দুটি স্থির চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শনিবার রাজধানী ঢাকার তেজগাঁওয়ে মহানগর ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে এ সালাত আদায় করেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে এ সম্মেলনে যথা সময়েই উপস্থিত হন অনুষ্ঠানের প্রধান অতিথি মন্ত্রী কামাল। বিকাল তিনটায় সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মুষলধারে বৃষ্টিপাতের কারণে শুরু হতে দেরী হচ্ছিল। মুষলধারের বৃষ্টিতে মঞ্চে বৃষ্টির পানি পড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য শুনতে অপেক্ষা করছিলেন নেতাকর্মীরা। এর মধ্যেই মাগরিবের আযান শুরু হয়। আর আযান শুনেই মঞ্চের এক পাশে চেয়ার নিয়ে সালাত আদায়ে বসে যান মন্ত্রী। বৃষ্টির কারণে একজন ছাতা ধরে দাঁড়িয়ে ছিলেন মন্ত্রীর পেছনে। নিরাপত্তার জন্য মন্ত্রীকে ঘিরে রেখেছিল পুলিশ। সালাত আদায় শেষে সম্মেলনে বক্তব্য দেন মন্ত্রী।
মন্ত্রীর সালাত আদায়ের ছবি শনিবার রাতে ফেসবুকে নিজের পেজে পোষ্ট করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু। শরীফ মাহমুদ অপু গণমাধ্যমকে বলেন, শত ব্যস্ততার মাঝেও স্বরাষ্ট্রমন্ত্রী নিয়মিত নামাজ আদায়ের চেষ্টা করেন।
এমকে